কোরবানির হাটে পশুর লাথিতে ও কোরবানি দিতে গিয়ে দুই দিনে আহত হয়েছেন ৬৪১ জন। এর মধ্যে জরুরি অপারেশন হয়েছে ১৮১ জনের। রোববার (০৮ জুন) রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (নিটোর) সূত্রে এ তথ্য জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ঈদের আগের দিন পশু কেনার সময় লাথিতে আহত হয়ে ও ঈদের দিন পশু কোরবানি দিতে গিয়ে আহত হয়ে সেখানে মোট চিকিৎসা নিতে গিয়েছেন ৬৪১ জন। এর মধ্যে জরুরি অপারেশন হয়েছে ১৮১ জনের।
এছাড়াও এই দুই দিনে হাসপাতালে ভর্তি আছেন ২০৭ জন এবং হাসপাতাল ছেড়ে গেছেন ৪৩৪ জন।
আরও জানা যায়, ঈদের দিনের ন্যায় ঈদের দ্বিতীয় দিনও আহত হয়ে একের পর এক মানুষ আসছেন চিকিৎসা নিতে। যার সঠিক হিসেব আগামীকাল সোমবার দুপুরে পাওয়া যাবে।
তবে আনুমানিক হিসেবে অনুযায়ী, রোববার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ৭০ থেকে ৮০ জন আসেন চিকিৎসা নিতে। যাদের সবাই কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কনসালট্যান্ট ডা. রিপন ঘোষ গণমাধ্যমকে বলেন, ঈদের দিন (০৭ জুন) পশু কোরবানি ঘিরে সারাদিনে হাত-পাত ভাঙা ও কাটা-ছেঁড়া রোগী চিকিৎসা নিতে এসেছেন ৩২৫ জন।
তিনি আরও বলেন, তাদের মধ্যে জরুরি অপারেশন লেগেছে ১০২ জনের। অপারেশনের পর তাদের সবাইকে ভর্তি রাখা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
বেশিরভাগ রোগী পশু কোরবানি করতে গিয়ে আহত হয়েছেন উল্লেখ করে ডা. রিপন ঘোষ বলেন, কারও হাত কেটে গেছে, কারও পা কেটে গেছে, কারও রগ কেটে গেছে। এছাড়া ঈদের আগের দিন যারা এসেছেন তাদের বেশিরভাগ কোরবানির পশু কিনতে গিয়ে পশুর লাথিতে হাত-পা ভেঙেছে।
উল্লেখ্য, প্রতিবছরই ঈদুল আজহায় পশু জবাই করার সময় অসাবধানবশত ধারালো অস্ত্রের আঘাতে এবং পশুর লাথি ও শিংয়ের গুতায় বহু লোকজনের আহত হওয়ার ঘটনা ঘটে।
এমএ//