সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। রোববার (৮ জুন) দিবাগত রাত পৌনে দুইটার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তিনটার দিকে বিমানবন্দর ছাড়েন।
ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র সাবেক রাষ্ট্রপতির দেশে ফেরার খবর নিশ্চিত করেছেন।
সোমবার (৯ জুন) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমে বলেন, আবদুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, উড়োজাহাজ থেকে হুইলচেয়ারে করে আবদুল হামিদকে নামিয়ে আনা হয়।
গত ৭ মে দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আবদুল হামিদ দেশ ছাড়েন। জুলাই অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়।
এমএইচ//