খেলাধুলা

আমরা বিশ্বাস করি, আমরা জিতবো: কাবরেরা

স্পোর্টস ডেস্ক

ছবি: ফুটেজ

এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচ খেলতে প্রস্তুত বাংলাদেশ। মঙ্গলবার (১০ জুন) সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে নামবে লাল-সবুজের দল। এই ম্যাচের আগে আজ সোমবার (৯ জুন) সংবাদ সম্মেলনে অংশ নেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া।

বাংলাদেশের প্রস্তুতি ভালো হয়েছে। সবশেষ ভুটানের সঙ্গে ম্যাচ খেলে আত্মবিশ্বাস বেড়েছে। এসব কথা জানিয়েছেন কোচ কাবরেরা, আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। যদিও অল্প সময় প্রস্তুতি নিয়েছি। কিন্তু ফুটবলাররা অনুশীলনে মনোযোগ দিয়েছে বেশি। ওরা সবাই কঠিন পরিশ্রম করেছে। কারণ এই ম্যাচ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এর আগে আমরা ভুটানের সঙ্গে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি। ওই ম্যাচে জয়ের কারণে আত্মবিশ্বাস বেড়েছে। শেষ পর্যন্ত বড় ম্যাচ চলে এসেছে। চ্যালেঞ্জের জন্য আমরা প্রস্তুত।

সিঙ্গাপুরের বিপক্ষে জিতে ৩ পয়েন্ট নিতে চাইবে বাংলাদেশ। কোচ বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। সিঙ্গাপুরও ৩ পয়েন্ট নিতে চাইবে এটাই স্বাভাবিক। কারণ, গ্রুপের টপ টিম কোয়ালিফাই করবে। তাই এই ম্যাচে সবাই মনোযোগী। যে কারোর সঙ্গেই ভালো ফুটবল খেলতে হবে। তবে আমরা বিশ্বাস করি, আমরা জিতবো।

বাংলাদেশ কোচ আরও বলেন, আবারও বলছি প্রস্তুতি ভালো। গেম প্ল্যানও ভালো আমাদের। তবে আমাদের ফুটবলের লেভেলটা আরও উন্নতি করতে হবে। সেই চেষ্টা করছি। ভারতের সঙ্গে আমরা যেমন ভয়ডরহীন ফুটবল খেলেছি, সেটা খেলবো। আমাদের অবশ্যই সেরাটা খেলতে হবে। অন্য কোনও বিকল্প নেই। আশা করি ভালো খেলবো। আমাদের ৩ পয়েন্ট পেতেই হবে।

জাতীয় স্টেডিয়ামে আগামীকাল সন্ধ্যা ৭ টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #হাভিয়ের কাবরেরা #জামাল ভুঁইয়া #বাংলাদেশ