দেশজুড়ে

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে এক রাতে ৭০ জনকে পুশইন

সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে আরও ৭০ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১১ জুন) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে এসব পুশইনের ঘটনা ঘটে। 

সিলেটের কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৫৩ জনকে ও সুনামগঞ্জের ছনবাড়ি সীমান্ত থেকে ১৭ জনকে আটক করেছে বিজিবি।

সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার (১১ জুন) দিবাগত ভোররাতে কোম্পানীগঞ্জ সীমান্তের কালাইরাগ, জৈন্তাপুর সীমান্তের মোকামপুঞ্জি ও মিনাটিলা এলাকা দিয়ে ৫৩ জন বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে। 

এ সময় বিজিবির কয়েকটি দল তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ১৭ জন পুরুষ, ১৪ জন নারী ও ২২ জন শিশুও রয়েছে। তারা সবাই বাংলাদেশের কুড়িগ্রাম ও লালমনিরহাটের নাগরিক। তাদের নাম ঠিকানা লিপিবদ্ধ করার কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়া, সুনামগঞ্জের ছনবাড়ি সীমান্ত থেকে ১৭ জনকে আটক করেছে বিজিবি। এর মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী ও ৮ জন শিশু রয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইন করাচ্ছে বিএসএফ। সীমান্ত সুরক্ষিত রাখতে নিয়মিত অভিযান কার্যক্রম পরিচালনাসহ বিজিবি সদস্যদের বাড়তি তৎপরতা রয়েছে বলেও জানায় বিজিবি।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সিলেট #সুনামগঞ্জ #পুশইন #বিএসএফ #বিজিবি