টাঙ্গাইলের ধনবাড়ীতে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে শোয়েব (৩) ও আমিনুল ইসলামের ছেলে আরাফাত (৪)। নিহত শোয়েব ও আরাফাত সম্পর্কে চাচাতো ভাই। এছাড়াও উপজেলার বীরতারা ইউনিয়নের চরপাড়া কদমতলী গ্রামের ফারুক মিয়ার ছেলে আব্দুল্লাহও পানিতে ডুবে (২) মারা গেছে।
শনিবার (১৪ জুন) সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে ও বিকেলে বীরতারা ইউনিয়নের চরপাড়া কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে দুই শিশু সবার অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে তাদের ভাসতে দেখা যায়। তাদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে বিকেলে উপজেলার বীরতারা ইউনিয়নের চরপাড়া কদমতলী গ্রামে বাড়ির পাশে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।
আই/এ