গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপির পুরনো কমিটি বিলুপ্ত করে নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, যা একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দেয়। তাদের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রোববার (১৫ জুন) সকাল থেকে কালিয়াকৈর বাইপাস এলাকায় উত্তেজনা শুরু হয়। কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মোঃ জোবায়ের বায়ান্ন টিভিকে এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, সাবেক উপজেলা বিএনপির সভাপতি হেলাল উদ্দিনের অনুসারীরা প্রথমে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা মহাসড়কের বাইপাস এলাকায় অবস্থান নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তাদের সঙ্গে সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের সমর্থকরাও যুক্ত হন।
অন্যদিকে, নতুন কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করলে উভয় পক্ষ মুখোমুখি হয় এবং সেখানে উত্তেজনা চরমে পৌঁছে যায়। পরিস্থিতি বেসামাল হয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, কালিয়াকৈর বাসস্ট্যান্ড এবং কলেজ রোডসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান তড়িঘড়ি করে বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মোঃ জোবায়ের জানান, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। তবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এর আগে শনিবার রাতে জেলা বিএনপির পক্ষ থেকে গাজীপুরের ৫ উপজেলা ও পৌরসভায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
আই/এ