গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মাত্র ৪৫ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। তবে সেখান থেকে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। সারাদিনে আর কোনো উইকেট না হারিয়ে ২৯২ রান করে দিন শেষ করেছে তারা।
মঙ্গলবার (১৭ জুন) টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১০ বল খেলে খালি হাতে ফিরে যান এনামুল হক বিজয়। ৫৩ বলে ১৪ রান করে ক্যাচ আউট হন সাদমান ইসলাম।
এরপর তিনে নামা মুমিনুল হককে সঙ্গে নিয়ে রান তোলার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত। তবে ৩৩ বলে ২৯ রান করে ফিরে যান মমিনুল।
পাঁচ নম্বরে খেলতে নামা মুশফিককে নিয়ে ঘুরে দাঁড়ান শান্ত। ২০২ বলে শতক হাঁকান টাইগার অধিনায়ক। আর ১৭৬ বলে টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নেন মুশফিক।
দিন শেষে শান্ত ১৩৬ রানে ও মুশফিকু ১০৫ রানে অপরাজিত আছেন।