আজও অবরুদ্ধ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়। আন্দোলনে থাকা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাদেরসহ কর্মকর্তা-কর্মচারীদের অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না। এনবিআরের বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণ ছাড়া কোনো ধরনের আলোচনা ফলপ্রসূ হবে না বলে জানিয়েছে ঐক্য পরিষদের নেতারা।
শনিবার (২৮ জুন) সকালে কিছু কর্মকর্তা প্রবেশ করতে পারলেও বেলা ১১টা থেকে এনবিআরের প্রধান গেট বন্ধ করে রেখেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সরেজমিনে দেখা যায়, ঐক্য পরিষদের সভাপতি অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার ও মহাসচিব সেহেলা সিদ্দিকাসহ সব পর্যায়ের নেতারা গেটের সামনের রাস্তায় অবস্থান করছেন। তাদের হাতে বিভিন্ন ফেস্টুন দেখতে পাওয়া যায়।
তারা বলছেন, পরিষদের নেতাদের এনবিআর প্রাঙ্গণে প্রবেশে বাধা প্রদান করায় গেটের সামনে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান গ্রহণ করেছেন। এনবিআরের বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণ ছাড়া কোনো ধরনের আলোচনা ফলপ্রসূ হবে না। আজ ঢাকাসহ দেশের অন্যান্য অফিস থেকেও কর্মকর্তা-কর্মচারীরা আসছেন। তাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলবে।
তারা আরও বলেন, চেয়ারম্যানের অপসারণ হলে আন্দোলন শান্ত হয়ে আসবে। এরপর তারা সংস্কারের জন্য একত্রে বসবে। আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের আলোচনায় ডাকা হলে, তারা আলোচনায় বসতে রাজি আছেন। তবে তাদের সঙ্গে এখন পর্যন্ত সরকারি মহল কোনো যোগাযোগ করেনি।
এদিকে আগামীকালও এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর কর্মসূচির ঘোষণা দিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। একই সাথে শাটডাউন কর্মসূচিও চলমান থাকবে।
এর আগে গতকাল অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত দেয়া হলেও। আন্দোনলরতদের সাথে কোন আলোচনা না করায়, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
আই/এ