জাতীয়

জুলাই স্মরণে ৫ম থেকে ৮ম পোস্টার: প্রকাশিত হলো ‘গণলুটতন্ত্রী আওয়ামী সরকার’

গণজাগরণে ইতিহাস গড়া জুলাইয়ের স্মরণে শুরু হওয়া ৩৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (০৫ জুলাই) প্রকাশ পেয়েছে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম  পোস্টার। এবার প্রকাশিত পোস্টারগুলোর শিরোনাম ‘গণলুটতন্ত্রী আওয়ামী সরকার’।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে সকালে পোস্টারটি উন্মুক্ত করা হয়। সেখানে জানানো হয়েছে, “‘আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি আসছি মানুষকে দিতে’- মুখে এই কথা বলে বলে স্বৈরশাসক শেখ হাসিনা ফেনা তুলে ফেললেও ভেতরের চিত্র কি ছিলো এটা এখন উন্মোচিত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন এবং অবিশ্বাস্য স্কেলের এই লুটপাট আওয়ামী লীগ আমলের এক বড় নির্দেশক। শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই প্রিলিউড সিরিজের ৫ থেকে ৮ নম্বর পোস্টার এঁকেছেন এই লুটপাটকে থিম করে।“

পোস্টে আরও জানানো হয়, জুলাই ২০২৪ এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে এসব পোস্টার ডিজাইন করছেন। শুরুতে দশটি  পোস্টার ধারাবাহিকভাবে প্রকাশের পরিকল্পনা থাকলেও সবার অনুরোধ ও অনুপ্রেরণায় শিল্পী পোস্টারের সংখ্যা বাড়াতে সম্মত হয়েছেন। এসব পোস্টারে ফুটে উঠবে জুলাই অনিবার্য হয়ে ওঠার কারণ এবং যা ঘটেছিল জুলাইয়ে।

এর আগে ৪ জুলাই প্রকাশ হয়েছিলো চতুর্থ পোস্টার ‘পরাধীনতার দিনগুলো’। ৩ জুলাই প্রকাশ হয়েছিল তৃতীয় পোস্টার ‘শাপলা ম্যাসাকার’, ২ জুলাই প্রকাশিত হয়েছিল দ্বিতীয় পোস্টার ‘বিডিআর ম্যাসাকার’ এবং ১ জুলাই প্রকাশিত হয়েছিল প্রথম পোস্টার ‘রাষ্ট্রীয় মদদে গুম’।

জুলাই স্মরণে আজও দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদদের উদ্দেশে দোয়া ও প্রার্থনার আয়োজন চলছে। একইসঙ্গে, প্রকাশিত হয়েছে জুলাই ক্যালেন্ডার এবং চলমান রয়েছে গণস্বাক্ষর সংগ্রহ—যার মাধ্যমে দাবী জানানো হচ্ছে হত্যাকাণ্ডের বিচার।

পুরো জুলাই জুড়ে বিভিন্ন দিবসে পর্যায়ক্রমে কর্মসূচি পালিত হবে। আগামী ১ আগস্ট পর্যন্ত এসব আয়োজন অব্যাহত থাকবে। তবে ৫ আগস্ট পর্যন্ত কিছু দিন বিরতি দিয়ে নানা কর্মসূচি চলবে—যেমন ৫, ৭ ও ১৪ জুলাই বিশেষ অনুষ্ঠান নির্ধারিত রয়েছে।

শেষ দিনের কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে—৩৬ জুলাই ভিডিও শেয়ারিং, শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা, প্রধান উপদেষ্টার সঙ্গে শহীদ পরিবারের সাক্ষাৎ, বিজয় মিছিল, এয়ার শো, সাংস্কৃতিক পরিবেশনা, ‘৩৬ ডেইজ অব জুলাই’ ও অন্যান্য প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং ড্রোন শো।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #জুলাই #জুলাই অভ্যুত্থান