গেলো ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। নিহত তিন জনের মধ্যে দুই জনই ঢাকা উত্তরের বাসিন্দা, একজন খুলনার। এই নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গেলো ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৫ জন রোগী। এসব রোগীর মধ্যে সর্বোচ্চ ১২০ জন বরিশাল বিভাগে।
মঙ্গলবার (০৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৯ জন, ঢাকা উত্তর সিটিতে (ডিএনসিসি) ৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) ৫৫ জন, , ঢাকা উত্তর সিটিতে (ডিএনসিসি) ৩৮ জন, খুলনা বিভাগে ১৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, এবং সিলেট বিভাগে একজন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে, গেল একদিনে সারাদেশে ৩৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৭৮৬ জন।
এমএ//