খেলাধুলা

তিন ম্যাচের জন্য নিষিদ্ধ সাগরিকা

স্পোর্টস ডেস্ক

অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-নেপাল ম্যাচের ৫৫তম মিনিটে ঘটে উত্তেজনাকর এক মুহূর্ত। বাংলাদেশের ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকার ওপর ফাউল করার পর, নেপালের খেলোয়াড় সিমরান অতিরিক্ত আগ্রাসন দেখিয়ে সাগরিকার মাথা ও চুল টেনে ধরেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় ম্যাচ রেফারি দুজনকেই লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।

১৩ জুলাই অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশ ৩-২ ব্যবধানে জয় পেলেও মাঠের এই অপ্রীতিকর ঘটনার বড় ধরনের নিষেধাজ্ঞায় পড়েছে সাগরিকা। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) সাগরিকা ও সিমরান—দুজনকেই তিন ম্যাচ নিষিদ্ধ করেছে। শুধু তাই নয়, উভয়ের ওপর ৫০০ ডলার করে জরিমানাও আরোপ করা হয়েছে।

সাধারণভাবে লাল কার্ড পেলে এক ম্যাচ নিষিদ্ধ হন খেলোয়াড়রা। কিন্তু ম্যাচ রিপোর্ট বিশ্লেষণ করে সাফ ফেডারেশন বাড়তি শাস্তি দিয়েছে। তবে এত বড় শাস্তির সিদ্ধান্তে বিস্মিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই নিষেধাজ্ঞার ফলে সাগরিকা ভুটান ও শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী দুই ম্যাচে অংশ নিতে পারবেন না। ২১ জুলাই ফের নেপালের বিপক্ষে মাঠে ফিরবেন তিনি।

তবে শাস্তি নিয়ে আপিলের সুযোগ থাকলেও, অতিরিক্ত খরচ এড়াতে আপিলের পথে হাঁটছে না বাফুফে। জরিমানার টাকা বাফুফুকেই পরিশোধ করতে হবে।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নারী অনূর্ধ্ব-২০ সাফ #ফুটবল