গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।
সমাবেশে বক্তব্য রাখেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, মঞ্চ ভাঙচুর করে, অবরুদ্ধ করা হয়েছে জুলাই যোদ্ধাদের। এটি পরিকল্পিত সহিংসতা। এই আক্রমণ গোটা জাতিকে আতঙ্কিত করে তুলেছে। হামলার সময় পুলিশ প্রশাসন কী করেছে জনগণ দেখেছে। নির্বাচনের আগে প্রশাসনে শুদ্ধি অভিযান না চালালে দেশ নিরাপদ থাকবে না।
এসময় গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জামায়াতের এই নেতা আরও বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, আওয়ামী ফ্যাসিবাদের সহযোগীদের ঘুম হারাম করে দেওয়া হবে। আমরা দেখতে চাই, সেই কথা বাস্তবে কতটা প্রযোজ্য। দ্বিতীয়বার এমন কিছু হলে আমরা বুঝবো যে আপনার কথার সাথে কাজের মিল নেই।‘
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘গোপালগঞ্জের হামলায় কারা জড়িত, তা এখনই জানানো উচিত। শুধু দায়সারা তদন্ত বা পুলিশ প্রত্যাহার যথেষ্ট নয়, এই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণও জরুরি।’
এমএ//