বাংলাদেশ

জামায়াতের সমাবেশ ঘিরে রাজধানীতে ১২ হাজার পুলিশ মোতায়েন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে নিয়োজিত করা হয়েছে প্রায় ১২ হাজারের বেশি পুলিশ সদস্য। এর সঙ্গে যোগ হয়েছে র‍্যাবের অতিরিক্ত কয়েক হাজার সদস্য। নিরাপত্তার অংশ হিসেবে মাঠে রয়েছে সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও।

জামায়াত তাদের এ সমাবেশে ১০ লাখেরও বেশি মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করছে। সমাবেশ সফল করতে সংগঠনের প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন মাঠে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানিয়েছেন, সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা টহলে থাকবেন। পার্কিং ব্যবস্থাপনাসহ যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগ কাজ করছে। একই সঙ্গে অন্যান্য জেলা থেকে আসা গাড়িগুলোর জন্য আলাদা রুট নির্ধারণ করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম বলেছেন, ঢাকার প্রতিটি প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ নজরদারি করছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে।

সমাবেশ ঘিরে রাজধানীর বিভিন্ন থানা ও ফাঁড়িতে আরও ৮ হাজার পুলিশ সদস্য যুক্ত করা হয়েছে। রাস্তায় শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ সক্রিয় রয়েছে। এ ছাড়া গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এদিকে র‍্যাবের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানিয়েছেন, সমাবেশস্থলের চারপাশে টহল জোরদার করা হয়েছে। বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন রয়েছে র‍্যাব সদস্যরা। যেকোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা কার্যক্রমও বেশ কিছুদিন ধরেই চলছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #জামায়াত #জামায়াতে ইসলামী #ডিএমপি