ইউক্রেনের ড্রোন হামলার কারণে রাশিয়ার রাজধানী মস্কোর প্রধান বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। রোববারের (২০ জুলাই) রুশ কর্তৃপক্ষ সূত্রে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় মস্কো থেকে উড্ডয়নের অপেক্ষায় থাকা ১৪০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (১৯ জুলাই) সকাল থেকে রাশিয়ার আকাশে ২৩০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে ২৭টি মস্কোর আকাশে ধ্বংস করা হয়।
রাশিয়ার বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা জানায়, ড্রোন হামলার কারণে মস্কোর চারটি প্রধান বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। ১৩০টির বেশি ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়। তবে পরবর্তীতে বিমানবন্দরগুলো পুনরায় স্বাভাবিক হয়ে যায়।
গেল ২৪ ঘণ্টায় মস্কোর বিমানবন্দরগুলো ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে ১০ বার বন্ধ করতে হয়েছে। এছাড়া রাশিয়ার কালুগা আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ৪৫টি ড্রোন প্রতিহত করেছে এবং ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল ও কৃষ্ণসাগরের ওপরে আরও ড্রোন ভূপাতিত করেছে। তবে রাশিয়ার অভ্যন্তরে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এদিকে ইউক্রেনীয় কর্মকর্তারা জানায়, রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের দোনেৎস্ক ও সুমি অঞ্চলে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে দুইজন দোনেৎস্কে এবং এক ৭৮ বছর বয়সী নারী সুমি অঞ্চলে মারা গেছেন। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার ছোড়া ৫৭টি ড্রোনের মধ্যে ১৮টি ভূপাতিত করেছে এবং ৭টি ড্রোন রাডার জ্যামিংয়ের কারণে দিক হারিয়েছে। খা রকিভ, দ্নিপ্রোপেত্রোভস্ক এবং জাপোরিঝিয়া অঞ্চলেও হামলা চালানো হয়েছে।
এসকে//