আন্তর্জাতিক

আফগান অভিবাসীদের দেশ ছাড়ার সময়সীমা বাড়ালো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইরান আফগান অভিবাসীদের দেশ ছাড়ার সময়সীমা বাড়িয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী, আফগান অভিবাসীদের সানবুলা মাসের ১৫ তারিখের (আগস্ট-সেপ্টেম্বর) মধ্যে ইরান ত্যাগ করতে হবে। নির্ধারিত সময়সীমা পার হলে তাদের বিরুদ্ধে অবৈধ অবস্থানের জন্য জরিমানা আরোপ করা হবে। 

গেল রোববার (২০ জুলাই) টোলো নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আহমাদ মাসুমি-ফার জানিয়েছেন, তাপপ্রবাহ ও অবকাঠামোগত সমস্যার কারণে সময়সীমা বাড়ানো হয়েছে। তবে যারা সময়মতো দেশ ত্যাগ করবেন না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিবাসী অধিকারকর্মী মোহাম্মদ জামাল মুসলিম জানান, আফগান অভিবাসীদের দেশে ফেরার প্রক্রিয়া ধীরগতিতে চললেও এটি অব্যাহত রয়েছে।

এদিকে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি প্রতিবেশী দেশগুলোকে জোরপূর্বক অভিবাসী ফেরত পাঠানো বন্ধের আহ্বান জানিয়েছেন এবং অভিবাসীদের মর্যাদাপূর্ণভাবে দেশে ফিরিয়ে আনার জন্য সহায়তা প্রদানের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক সংগঠনগুলোকে সহযোগিতা করতে বলেছেন।

এছাড়া জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার আফগানিস্তান সফর করে ফেরত আসা অভিবাসীদের সহায়তা নিয়ে আলোচনা করেছেন।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #আফগানিস্তান