নিখোঁজের চার দিন পর অবশেষে খোঁজ মিলেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ হওয়া লামিয়া আক্তার সোনিয়ার। বৃহস্পতিবার (২৪ জুলাই) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মরদেহ শনাক্ত করা হয়েছে।
লামিয়ার মৃত্যুর বিষয়টি বায়ান্ন টিভিকে নিশ্চিত করেন তার পরিবারের একজন ঘনিষ্ঠ সদস্য।
এর আগে গত ২১ জুলাই তৃতীয় শ্রেণির ছাত্রী আসমাউল হোসনা জাইরাকে সঙ্গে নিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়েছিলেন মা লামিয়া। দুর্ঘটনার পর জাইরাকে নিরাপদে পাওয়া গেলেও তার মা লামিয়ার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এসি//