ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বঙ্গোপসাগরে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, গত সোমবার (২৮ জুলাই) রাত ১২টা ১১ মিনিটে সাগরের তলদেশের ১০ কিলোমিটার গভীরে এই ভূকম্পের উৎপত্তি হয়। এখন পর্যন্ত এই ভূমিকম্পে প্রাণহানি বা কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা আটটি অঞ্চলগুলোর একটি। এটি বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত ৫৭২টি ছোট-বড় দ্বীপের সমন্বয়ে গঠিত। এর মধ্যে মাত্র ৩৮টিতে বসবাস রয়েছে।
ভৌগোলিক দিক থেকে আন্দামান-নিকোবর অঞ্চল বঙ্গোপসাগরের অন্যতম সক্রিয় ভূমিকম্পপ্রবণ এলাকায় পড়েছে। এখানকার আন্দামান দ্বীপ ভূমিকম্প ও সুনামির ঝুঁকির সম্মুখীন একটি অত্যন্ত সক্রিয় অঞ্চলে অবস্থিত। এছাড়া, এই দ্বীপপুঞ্জের ব্যারেন দ্বীপে দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরিও রয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
এসি//