প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সফল হয়েছে। দেশটির বাজারে বাংলাদেশের প্রবৃদ্ধি ভালো। বাংলাদেশের জন্য আলাদা কোনও শর্ত আরোপ করেনি যুক্তরাষ্ট্র, বাকি দেশগুলোর মতো একই শর্ত দিয়েছে। যুক্তরাষ্ট্র চাচ্ছিল বাণিজ্য ঘাটতি কমাতে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এই স্বস্তির কথা জানান তিনি।
প্রেস সচিব বলেন, যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য, তুলাসহ বিভিন্ন ধরনের পণ্যও আনতে চায় বাংলাদেশ। এতে রফতানি বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার ইউএসএ। শুল্ক কমাতে তাদের সাথে কোনও ধরনের সামরিক চুক্তি করি নাই। এটুকু নিশ্চিত থাকতে পারেন।
প্রসঙ্গত, বাংলাদেশের ওপর পাল্টা শুল্ক ৩৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করেছে ট্রাম্প সরকার।