জুলাই হলো সামগ্রিক অর্জন এটা নিয়ে একক ভাবে কোনো দলের বাহাদুরি দেখানোর কিছুনেই। তাই সবাই মিলে সমঝোতার ভিত্তিতে ইউনাইটেড পার্লামেন্ট গঠন বা পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাবে একমত হয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। কেননা শেখ হাসিনার পরাজিত হলেও তার প্রেতাত্মারা এখনো সজাগ রয়েছে।
মঙ্গলবার (০৫ আগস্ট) রাজধানীর বিজয়নগরে জুলাই অভ্যুত্থান, অনুপ্রেরণা, আত্মপর্যালোচনা ও প্রত্যয়দীপ্ত অঙ্গীকারে এক বছরের মূল্যায়ন নিয়ে আয়োজিত ‘সংবাদ সম্মেলন’ এসব কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
এসময় পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ইতিমধ্যে দিল্লি ও কলকাতার প্রেসক্রিপশনে অনেকে মাথাচাড়া দিয়ে উঠছে। তাদের প্রতিহত করতে হবে। বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, জুলাই ঘোষণা পত্রের বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দলের মতামত নেয়নি সরকার। এ কারণে কিছু দল সম্মেলন বয়কট করছে। তবে এবি পার্টি জুলাই ঘোষণা পত্রের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। সংবাদ সম্মেলনে এবি পার্টির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।