বিনোদন

আবারও স্টাইলিশ লুকে ধরা দিলেন মেহজাবীন

বিনোদন ডেস্ক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি কানাডার মন্ট্রিয়েল শহর সফর করেছেন এবং তার এই সফরের সেরা মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

শনিবার (০৯ জুলাই) দুপুরে মন্ট্রিয়েলের ঐতিহাসিক ওল্ড পোর্ট এলাকার কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। 

তার প্রতিটি ছবিতে তাকে লাগছে প্রানবন্ত। আর কালো পোশাক এবং কালো রোদচশমায় অত্যন্ত স্টাইলিশ লুকে দেখা গেছে তাকে। মুহূর্তেই নজর কেড়েছে ভক্ত-অনুরাগীরা। 

ছবিগুলো পোস্ট হওয়ার পর মাত্র এক ঘণ্টার মধ্যে প্রায় ৯ হাজার প্রতিক্রিয়া জমা হয়। তার ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

এক ভক্ত মন্তব্য করেছেন, "অসাধারণ!" আবার অনেকে তার নতুন কাজের জন্য অপেক্ষা করার আগ্রহ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ সিনেমায় অভিনয় করেছিলেন মেহজাবীন চৌধুরী, যা গেল বছর মুক্তি পায়। এছাড়া তার অভিনীত আরেকটি সিনেমা ‘সাবা’ বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে এবং এটি চলতি বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন #মেহজাবীন চৌধুরী #সেরা মুহূর্ত #শেয়ার করেছেন