জাতীয়

নির্বাচন গ্রহণযোগ্য না হলে আয়োজন অর্থহীন: ড. মুহাম্মদ ইউনূস

বৈধতা ও গ্রহণযোগ্যতা ছাড়া কোনো নির্বাচন আয়োজনের মূল্য নেই। বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মালয়েশিয়া সফরের সময় স্থানীয় গণমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নির্বাচন যদি জনগণের কাছে গ্রহণযোগ্য না হয়, তবে তা আয়োজনের কোনো যুক্তি নেই। আমার দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, স্বচ্ছ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।’

তিনি উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় দীর্ঘদিন ধরে কারচুপি ও অপব্যবহার হয়েছে, যা সংস্কার করা জরুরি। সেই লক্ষ্যে কাজ এগিয়ে চলেছে বলেও জানান তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে কথা বলেছি। তাকে আহ্বান জানিয়েছি, যেন হাসিনাকে ভারতে চুপ রাখা হয়। মোদি আমাকে জানায়, সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ তারা করতে পারেন না। আমরা হাসিনাকে ভারত থেকে আনার জন্য যুদ্ধ করব না। আমি মোদিকে বলেছি, আপনি হাসিনাকে রাখতে পারেন। কিন্তু তার বিরুদ্ধে আমাদের বিচার চলবে।‘

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ পাকিস্তান, চীন ও ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। বিনিয়োগের ক্ষেত্র সবার জন্য উন্মুক্ত এবং শুধু চীন নয়, নেপাল, ভুটান এমনকি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকেও অর্থনৈতিক অঞ্চলের আওতায় আনা যেতে পারে। বঙ্গোপসাগরের মাধ্যমে এসব দেশের সঙ্গে সুবিধা ভাগাভাগি সম্ভব বলেও তিনি মনে করেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #নির্বাচন #প্রধান উপদেষ্টা