ঢাকার ব্যস্ত সড়ক মানেই রিকশার ধীর গতি আর বাড়তি ভাড়ার বিড়ম্বনা। বিশেষ করে অফিসগামী ও স্কুলপড়ুয়া পরিবারগুলোর জন্য এই ভাড়া অনেক সময়ই বাড়তি চাপ তৈরি করে। তবে এবার সেই চিত্র বদলাতে শুরু করেছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়।
রিকশার ভাড়ার বিকল্প হিসেবে এক সপ্তাহ আগে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে বৈদ্যুতিক শাটল বাস সার্ভিস। বসুন্ধরার ৩০০ ফিট মুখ থেকে অ্যাপোলো হাসপাতালের পকেট গেইট পর্যন্ত চলছে এই আধুনিক যান। আপাতত দুইটি শাটল বাস এ রুটে চলাচল করছে।
শাটল সার্ভিস মূলত নির্দিষ্ট রুটে নির্দিষ্ট সময়ে চলাচলকারী ছোট মিনিবাস বা ভ্যানভিত্তিক পরিবহন ব্যবস্থা। এতে একসঙ্গে ১০ থেকে ১২ জন যাত্রী চলাচল করতে পারেন। যেখানে আগে রিকশায় যেতে গুনতে হতো ৫০ টাকা, সেখানে শাটল বাসে ভাড়া মাত্র ১০ থেকে ১৫ টাকা। এতে যেমন ভাড়া সাশ্রয় হচ্ছে, তেমনি সময়ও বাঁচছে।
এক শিক্ষার্থী গণমাধ্যমকে জানান, “রিকশায় গেলে মা–বাবা সবসময় চিন্তায় থাকেন। কিন্তু এখানে আমরা অনেক নিরাপদে এবং সহজে যাতায়াত করতে পারি।”
একজন অভিভাবক বলেন, “প্রথমবার শাটল বাসে উঠলাম। যদি নিয়মিত চলে, এটা খুবই সুবিধাজনক হবে। ১৫ টাকা কোনো দিক দিয়েই বেশি নয়।”
এই বৈদ্যুতিক শাটল সার্ভিসকে অনেকে শুধু সাশ্রয়ীই নয়, পরিবেশবান্ধবও বলছেন। একজন নিয়মিত যাত্রী জানান, “রিকশায় ভাড়া যেমন বেশি, তেমনি রোদ-বৃষ্টির ঝামেলাও থাকে। শাটল অনেক সুন্দর, আধুনিক আর পরিবেশবান্ধব।”
আরেকজন যাত্রী যোগ করেন, “এটা যদি আরও বৃদ্ধি পায়, তাহলে সাধারণ মানুষের জন্য দারুণ সুবিধা হবে।”