দেশজুড়ে

খোলা হয়েছে পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৩২ বস্তা টাকা

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় ১৩টি দানবাক্স খোলা হয়েছে। সাধারণত তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার চার মাস ১৭ দিন পর ১৩টি লোহার দানবাক্স খোলা হয়েছে।

দানবাক্সগুলো থেকে ৩২ বস্তা টাকা পাওয়া গেছে। সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। এখন চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন প্রায় ৫০০ জনের একটি দল।

এর আগে গত ১২ এপ্রিল ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। ওই সময় ২৮ বস্তা টাকা সংগ্রহ হয়, যার গণনা শেষে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া গিয়েছিল। এছাড়াও সঙ্গে ছিল বিপুল পরিমাণ স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রাসহ অন্যান্য মূল্যবান সম্পদ।

ধারণা করা হচ্ছে এবারের টাকার পরিমাণ অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে ১০ কোটির মাইলফলক স্পর্শ করবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #কিশোরগঞ্জ #পাগলা মসজিদ #৩২ বস্তা টাকা