আন্তর্জাতিক

আইএইএ-কে সহযোগিতা বন্ধ করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র সঙ্গে সহযোগিতা স্থগিত করা হবে বলে সতর্ক করেছে ইরান। শনিবার (২০ সেপ্টেম্বর) দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে।

গত মাসে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ২০১৫ সালের পারমাণবিক চুক্তির শর্ত না মানার অভিযোগে ৩০ দিনের মধ্যে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে। এ প্রক্রিয়াকে স্ন্যাপব্যাক বলা হয়।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘স্ন্যাপব্যাকের মাধ্যমে আমাদের থামানো সম্ভব নয়। অতিরিক্ত দাবির মুখে আমরা আত্মসমর্পণ করব না।’

তিনি জানান, বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাসহ পুনরায় পরিদর্শনের বিষয়ে আইএইএ-এর সঙ্গে সমঝোতা হয়েছে।

স্ন্যাপব্যাক কার্যকর হলে ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পুনঃপ্রক্রিয়াকরণ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম, বৈশ্বিক সম্পদ জব্দ এবং ব্যক্তি-প্রতিষ্ঠানের ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে।

সূত্র: মেহের নিউজ

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #জাতিসংঘ #ইরান