দেশজুড়ে

টঙ্গীতে কেমিক্যাল গুদামে বিস্ফোরণ, ফায়ার সার্ভিসের সদস্যসহ দগ্ধ ৫

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গুদামে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চার সদস্যসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেট এলাকায় একটি পোশাক কারখানার কেমিক্যালের গুদামে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের (ঢাকা জোন-৩) উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস  জানায়, আজ বিকেল সাড়ে ৪টার দিকে গুদামটিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একপর্যায়ে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়ে ওই কারখানার এক কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের তিন সদস্য ও এক অফিসারসহ মোট পাঁচজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়।

আহতরা হলেন, ফায়ার সার্ভিসের অফিসার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার মো. শামীম, মো. নুরুল হুদা, মো. জয় হাসান। কারখানার কর্মকর্তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের (ঢাকা জোন-৩) উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন, আগুনের খবর পেয়ে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে গিয়ে কাজ শুরু করে পরে আরও চারটি ইউনিট যুক্ত হয়। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #টঙ্গী