জাতীয়

রেলওয়ে পুলিশের সব থানায় অনলাইন জিডি চালু

বাংলাদেশ রেলওয়ে পুলিশের সব থানায় আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হলো অনলাইন জিডি সেবা। ছয়টি জেলার ২৪টি রেলওয়ে থানাকে এই সুবিধার আওতায় আনা হয়েছে। এর ফলে এখন দেশের সব থানাতেই অনলাইনে জিডি করার সুযোগ পাওয়া যাচ্ছে।

রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত প্রধান অতিরিক্ত ডিআইজি ব্যারিস্টার জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঘরে বসেই এখন নাগরিকরা থানায় না গিয়ে সব ধরনের জিডি করতে পারবেন।

তিনি আরও জানান, গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলেই এ সেবা গ্রহণ করা যাবে। একবার রেজিস্ট্রেশন করলেই পুনরায় করার প্রয়োজন নেই। যদি রেজিস্ট্রেশন বা জিডি করতে কোনো সমস্যায় পড়েন, তাহলে ২৪ ঘণ্টা চালু থাকা ০১৩২০০০১৪২৮ নম্বরে কল করে সহায়তা নেওয়া যাবে।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ #রেলওয়ে থানা #পুলিশ #জিআরপি থানা