ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু

স্পোর্টস ডেস্ক

৭ উইকেটের বড় ব্যবধানে পাকিস্তান নারী দলকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশের নারীরা। ৩১ রানে ২ উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচ হয়েছেন বাংলাদেশি পেসার মারুফা আক্তার। ব্যাট হাতে অপরাজিত ৫৪ রান করেছেন রুবাইয়া হায়দার ঝিলিক।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় কলম্বোতে মুখোমুখি লড়াইয়ে এ জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। নাহিদা-রাবেয়াদের ঘূর্ণিতে দেড়শ রানও করতে পারেনি তারা। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৮ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেছেন রামিন শামিম।  বোলারদের গড়ে দেওয়া ওই শক্ত ভিতে দাঁড়িয়ে ছড়ি ঘুরিয়েছেন বাঘিনীরা।

যদিও ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। দেখে-শুনে খেলার চেষ্টা করেও বেশিক্ষণ টিকতে পারেননি ফারজানা হক। ১৭ বল খেলে ২ রান করেছেন তিনি। উদ্বোধনী জুটি ভাঙে ৭ রানে। তিনে নেমে ব্যর্থ শারমিন আক্তার। তার ব্যাট থেকে এসেছে ১০ রান।

৩৫ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে আসেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়ককে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ৬২ রান যোগ করেন ঝিলিক। ২৩ রানে জ্যোতির আউটে ভাঙে সেই জুটি। অভিষেক ম্যাচেই অপরাজিত ৫৪ রান করে চমক দেখান রুবাইয়া হায়দার ঝিলিক। সুবহানা মুস্তারিকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে নোঙ্গর করান তিনি।

এর আগে বল হাতে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন পেসার মারুফা। ডানহাতি এই পেসারের সুইং আর গতিতে চোখে রীতিমতো অন্ধকার দেখেছেন পাকিস্তানি ব্যাটাররা। ইনিংসের প্রথম ওভারেই  জোড়া আঘাত করেন মারুফা। পঞ্চম বলে ওমাইমা সোহেলকে বোল্ড করেন। পরের বলেই ফর্মে থাকা সিধরা আমিনের স্টাম্প ভাঙেন এই পেসার। দুই ব্যাটারই ডাক মেরে সাজঘরে ফিরেছেন।

২ রানে ২ উইকেট হারানো পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করেন মুনিবা আলি ও রামিন শামিম। বড় হতে থাকা এই জুটি ভেঙেছেন নাহিদা আক্তার। সাজঘরে ফেরার আগে ৩৫ বলে ১৭ রান করেছেন মুনিবা।শামিমকেও ফিরিয়েছেন নাহিদা।

বাঘিনীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আর কোমড় সোজা করতে পারেনি পাকিস্তান। বাংলাদেশের হয়ে ৫ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার স্বর্ণা। এ ছাড়া মারুফা ও নাহিদা দুইটি করে উইকেট পেয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন নিশিতা নিশি, রাবেয়া খান ও ফাহিমা খাতুন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ