অর্থনীতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভ

চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, ওএসডি প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত এবং ওএসডি হওয়া কর্মকর্তারাএতে গুরুত্বপূর্ণ এ মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২ টার দিকে চট্টগ্রামের ফৌজদার হাট ক্যাডেট কলেজ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলে দুপুর ১ টায় মহাসড়ক থেকে নেমে সরে আসে ব্যাংককর্মীরাকর্মসূচিতে হাজারও ব্যাংক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

অবরোধকারীদের দাবি, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আরও ৪-৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এতে তারা মানবেতর জীবনযাপন করছেন, পরিবার নিয়ে পড়েছেন চরম অনিশ্চয়তায়। এই সংকট নিরসনের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করতে আজকের এই কর্মসূচি।

ব্যাংকটির চাকরিচ্যুত কর্মকর্তা এমদাদ হোসাইন বলেন, সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মচারী কতটুকু অসহায় সেই কথা বলতে তারা মাঠে নেমেছেন আজকের শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রধান উপদেষ্টাসহ সবার দৃষ্টি আকর্ষণ করছেন তারাএই সংকট সমাধান করতে সকলের সহযোগিতা চান তারা

 

কর্মকর্তাদের ৬ দফা দাবি হলো-

১. চাকরিবিধি লঙ্ঘন করে বিনা কারণে চাকরিচ্যুত করা কর্মকর্তাদের স্বপদে পুনর্বহাল করতে হবে।

২. প্রহসনমূলক পরীক্ষা বয়কটের কারণে কর্মকর্তাদের যে পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া হচ্ছে, তা অনতিবিলম্বে বন্ধ করতে হবে।

৩. বৈষম্যহীন ও রাজনীতিমুক্ত কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে।

৪. শর্ত আরোপ করে সব ধরনের অ্যাসেসমেন্ট টেস্ট বন্ধ করতে হবে।

৫. চট্টগ্রামের কর্মকর্তাদের উপর চালানো মানসিক ও শারীরিক নির্যাতনের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে এবং পুনরায় কর্মস্থলে তাদের ফিরিয়ে নিতে হবে।

৬. পরীক্ষা বর্জনের জন্য কর্মকর্তাদের বিরুদ্ধে যে সাধারণ ডায়েরি ও সাইবার ক্রাইমে হয়রানিমূলক মামলা করা হয়েছে, তা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসলামী ব্যাংক