অর্থনীতি

চীনের ২০টি জে-১০সি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

চীনের জে-১০ সি যুদ্ধবিমান ছবি: সংগৃহীত

ফ্রান্সের অহংকার, বিশ্বের সবচেয়ে আধুনিক ও বিধ্বংসী যুদ্ধবিমান ধ্বংস করা চীনের জে-১০সি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। দেশের বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে চীনের তৈরি ২০টি জে-১০ সি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার।

এই প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২.২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার ৬০ কোটি টাকা।

জানা গেছে, চুক্তিটি চীন সরকারের সঙ্গে সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে সম্পন্ন করার প্রস্তুতি চলছে। আগামী দুই অর্থবছর—২০২৫-২৬ ও ২০২৬–২৭ এর মধ্যে এই ক্রয় কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থপ্রদান হবে ১০ বছরের কিস্তিতে।

জে-১০সিই হলো চীনা বিমানবাহিনীর ব্যবহৃত জে-১০সি মডেলের রপ্তানি সংস্করণ। ৪.৫ প্রজন্মের এই মাল্টিরোল ফাইটার জেট আকাশে আধিপত্য প্রতিষ্ঠা, সুনির্দিষ্ট আক্রমণ ও প্রতিরক্ষা মিশনে সমানভাবে কার্যকর। প্রতিটি বিমানের মূল্য আনুমানিক ৬ কোটি ডলার, তবে প্রশিক্ষণ, যন্ত্রাংশ, পরিবহন, বীমা ও অন্যান্য খরচসহ মোট ব্যয় দাঁড়াবে ২২০ কোটি ডলার।

চুক্তি প্রক্রিয়া স্বচ্ছ রাখতে সরকার একটি ১১ সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে। বিমান বাহিনীর প্রধানকে প্রধান করে গঠিত এই কমিটিতে প্রতিরক্ষা, অর্থ, আইন, পররাষ্ট্র ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধিরা রয়েছেন। কমিটি চুক্তির খসড়া, অর্থপ্রদানের শর্ত, প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থার বিষয়গুলো চূড়ান্ত করবে।

সামরিক বিশেষজ্ঞদের মতে, জে-১০সিই যুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতা বহুগুণে বাড়বে। এটি শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থানকেও এক ধাপ উপরে নিয়ে যাবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ফ্রান্স #যুদ্ধবিমান #রাফাল #জে ১০সি