আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী

জাপানের আয়রন লেডী তাকাইচি হচ্ছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ছবি: সংগৃহীত

নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর মঙ্গলবার উচ্চকক্ষেও বিজয়ী হয়েছেন জাপানের কট্টর ডানপন্থী নেত্রী সানায়ে তাকাইচি। সেই সুবাদে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হচ্ছেন তিনি। 

দ্বিতীয় ধাপে ভোটের পর, উচ্চকক্ষ তাকাইচিকে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। একারনে সরকার প্রধান হিসেবে তাকাইচির দায়িত্ব নেয়া প্রায় নিশ্চিত। তিনি উচ্চকক্ষে ১২৫টি ভোট পেয়েছেন। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ১২৪ টি ভোট হলেই চলতো। তিনি প্রয়োজনের চেয়ে এক ভোট বেশি পেয়েছেন। নিম্নকক্ষে তিনি পেয়েছিলেন ২৩৭টি ভোট। সেখানে ২৩৩টি ভোটের প্রয়োজন ছিলো। সেই হিসাবে তিনি ৪ ভোট বেশি পেয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাপানে এখনও পুরুষরাই বেশিরভাগ ক্ষমতার অধিকারী। একারনে তাকাইচির এই অর্জন জাপানের ‘কাঁচের দেয়াল’ ভেঙে ফেলার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি গতকাল সোমবার ডানপন্থী জাপান ইনোভেশন পার্টির সঙ্গে জোট চুক্তিতে রাজি হয়েছে। যেটি ‘ইশিন’ নামে পরিচিত। এই চুক্তির কারনে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সহযোগী তাকাইচির প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার মাত্র।

আবের আরেকজন অনুসারী সাতসুকি কাটায়ামাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হবে। এর ফলে কাটায়ামাও দেশটির প্রথম নারী অর্থমন্ত্রী হবেন। এসব নিয়োগ জাপানের রাজনীতিতে বড় ধরণের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

তাকাইচি ও তার নতুন অর্থমন্ত্রীকে বেশ কিছু বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। দেশটির মন্দা অর্থনীতির সঙ্গে লড়াই করতে হবে। মার্কিন-জাপানের কঠিন সম্পর্ক সহজ করতে হবে। কেলেঙ্কারি ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত দেশটির শাসক দলকে ঐক্যবদ্ধ করার দু:সাধ্য কাজটিও তাদের করতে হবে।

সানায়ে তাকাইচি ১৯৬১ সালে জাপানের নারায়া প্রদেশের ইয়ামাতো-কোরিয়ামা শহরে জন্মগ্রহণ করেন । তার বাবা বেসরকারি চাকরী করতেন।  মা ছিলেন পুলিশ অফিসার। একসময় হেভি মেটাল ড্রাম বাজাতেন তাকাইচি।  আশির দশকে যুক্তরাষ্ট্র-জাপান বাণিজ্য বিরোধের সময় তিনি রাজনীতি শুরু করেন।  প্রথমবার সংসদ সদস্য হন ১৯৯৬ সালে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে। এরপর থেকে মোট ১০ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। পরাজিত হয়েছেন মাত্র একবার। তিনি এলডিপির অন্যতম স্পষ্টভাষী রক্ষণশীল নেত্রী। ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে তিনি নিজের আদর্শ মনে করেন তাঁর রাজনৈতিক দূরদর্শিতা এবং দক্ষতার কারনে অনেকের কাছেই তিনি জাপানের আয়রন লেডি হিসেবে পরিচিত।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন ## #জাপান #প্রধানমন্ত্রী #আয়রন লেডি #সেনেয়া তাকাইচি #শিনজো আবে #প্রথম প্রধানমন্ত্রী