দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে পূর্বঘোষিত কলম বিসর্জন কর্মসূচিতে বাঁধা দিয়েছে পুলিশ। পদযাত্রা ঠেকাতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এসময় দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন শিক্ষক ও পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম আহত হন।
শনিবার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।
প্রাথমিক শিক্ষক নেতা শামসুদ্দিন মাসুদ জানান, তাদের শতাধিক শিক্ষক আহত হয়েছেন।
ধাওয়া খেয়ে শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।
এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে কলম বিসর্জন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশে পদযাত্রা শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাথমিক শিক্ষকরা এ পদযাত্রায় যোগ দেন।
আই/এ