জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে ইওয়াতে অঞ্চলের উপকূলে এই ভূমিকম্প অনুভূত হয়।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর ছোট ছোট সুনামির ঢেউ দেখা গেছে এবং উপকূলীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
মূল ভূমিকম্পের পর ৫.৩ থেকে ৬.৩ মাত্রার বেশ কয়েকটি আফটারশক আঘাত হানে। স্থানীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করেনি। তবে নজরদারি জোরদার করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিলো ৬.৮।
জাপানের আবহাওয়া সংস্থা আরও জানায়, আজ সকালের দিকেও ইওয়াতে অঞ্চলে ৪.৮ থেকে ৫.৮ মাত্রার ছয়টি উপকূলীয় ভূমিকম্প অনুভূত হয়। এগুলো ভূমিতে খুব একটা অনুভূত হয়নি।
উল্লেখ্য, জাপান প্রশান্ত মহাসাগরের 'রিং অফ ফায়ার'-এর পশ্চিম প্রান্তে চারটি প্রধান টেকটোনিক প্লেটের ওপরে অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশগুলোর মধ্যে একটি। দেশটিতে প্রতি বছর প্রায় ১৫০০টি ভূমিকম্প অনুভূত হয়।
এসএইচ//