নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি সম্পূর্ণ নারী সদস্যদের নিয়ে ট্রানজিশন টিম ঘোষণা করেছেন। সে দলে যুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যোগাযোগ বিশেষজ্ঞ জারা রহিম। যিনি এর আগে কাজ করেছেন ড.মুহাম্মদ ইউনূস, বারাক ওবামা ও হিলারি ক্লিনটনের সঙ্গে।
জারা বর্তমানে মামদানির জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন এই টিম ২০২৬ সালের ১ জানুয়ারি মামদানির প্রশাসন গঠনে নীতিগত পরিকল্পনা ও প্রস্তুতিতে কাজ করবে।
দক্ষিণ ফ্লোরিডায় বেড়ে ওঠা জারা রহিমের বাবা-মা আশির দশকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যান। তিনি গ্রামীণ সেন্টার ফর সোশ্যাল বিজনেসে মুহাম্মদ ইউনূসের অধীনে কাজের পর, ওবামার ২০১২ সালের প্রচারণায় ডিজিটাল কনটেন্ট ডিরেকযার এবং পরবর্তীতে হোয়াইট হাউজা হিলারি ক্লিনটনের ডিজিটাল স্ট্র্যাটেজি অফিসে যুক্ত ছিলেন। এছাড়াও উবার, ভোগ ও দ্য উইংয়ে সিনিয়র কমিউনিকেশন পদেও কাজ করেছেন জারা।
বিশ্লেষকদের মতে, নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম সম্পূর্ণ নারী নেতৃত্বে গঠিত এই টিমে রহিমের অন্তর্ভুক্তি বৈচিত্র্য ও অভিবাসী সম্প্রদায়ের রাজনৈতিক অগ্রগতির নতুন দিগন্ত খুলে দিয়েছে।
এসএইচ//