জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, আসন বণ্টন বা ক্ষমতার জন্য তারা কারো সঙ্গে কোনো সমঝোতায় যাবে না। তিনি বলেন, এনসিপি নীতিগতভাবে এককভাবেই ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছে। তবে পার্টির নির্বাচনি ইশতেহার ও রাজনৈতিক আদর্শে যেসব দল বা শক্তি ঐকমত্য পোষণ করবে, তাদের সঙ্গে আলোচনা হতে পারে।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “একটি আসনও না পেলেও এনসিপি তার আদর্শ থেকে সরে যাবে না। আমাদের সব প্রক্রিয়া আমরা স্বচ্ছ রাখার চেষ্টা করি। যদি কোনো জোট বা আলোচনার প্রয়োজন হয়, সেগুলোও খোলামেলা ভাবেই জানাবো।”
তিনি জানান, সারাদেশ থেকে আসা মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করা হবে। এরই মধ্যে প্রায় দেড় হাজার যোগ্য ও দক্ষ ব্যক্তি অনলাইনে ও সরাসরি মনোনয়ন ফরম নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “গণ-অভ্যুত্থানের পর অনেক নতুন মানুষ রাজনীতিতে আসার স্বপ্ন দেখছেন। এনসিপি সেই স্বপ্নকে শক্তি দিতে চায়।”
তিনি বলেন, মনোনয়নপ্রত্যাশীদের স্বপ্ন, দক্ষতা ও যোগ্যতা যাচাই করে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করা হবে। প্রথমে প্রাথমিক যাচাই-বাছাই এবং পরে কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে।
নির্বাচনি পরিবেশ নিয়ে নাহিদ ইসলাম বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড এখনও তৈরি হয়নি। জবরদখল, প্রশাসনের প্রভাব, টাকার ব্যবহার—এসব পুরোনো সমস্যাই রয়ে গেছে।” তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে এবং তরুণ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ সংসদে আসার সুযোগ পাবেন।
এমএ//