মুন্সীগঞ্জ সদর উপজেলার ইসলামপুর এলাকার পিটিআই স্কুলের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটিয়ে পুলিশে দিয়েছেন অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষকের নাম রোমান মিয়া।
রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে স্কুলে ঢুকে অভিযুক্ত শিক্ষককে মারধর করেন তারা। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় নির্যাতনের শিকার ছাত্রীর বাবা বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় একটি অভিযোগ করেছেন। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্কুলের কয়েকজন অভিভাবক জানান, গত বৃহস্পতিবার স্কুল ছুটির পর বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা চলে গেলে ওই মেয়েটি তার অভিভাবকের জন্য স্কুলে অপেক্ষা করছিল। এ সময় ওই ছাত্রী পানি খেতে চাইলে অভিযুক্ত শিক্ষক রোমান ওয়াশরুমে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে মেয়েটিকে স্কুল থেকে উদ্ধার করে চিকিৎসা করান অভিভাবকরা।
বিক্ষুব্ধ অভিভাবকদের অভিযোগ, তিন দিন আগে ধর্ষণের ঘটনা ঘটেছে। কিন্তু স্কুল প্রধান শিক্ষক কোনো ব্যবস্থা নেয়নি। রোমান এর আগেও পঞ্চম শ্রেণির ছাত্রীদের গায়ে হাত দিয়েছে।
বিক্ষোভ চলাকালে স্কুলের প্রধান শিক্ষকের পক্ষ থেকে হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে অভিভাবকদের শান্ত থাকার জন্য অনুরোধ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কোনো অভিযোগ দায়ের না করায় স্কুল কর্তৃপক্ষ পূর্বে ব্যবস্থা নিতে পারেনি বলে দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ।
ওসি এম সাইফুল আলম বলেন, অভিযুক্ত শিক্ষক পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
আই/এ