জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দল একত্র হয়ে নতুন একটি রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে এই জোট আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।
বুধবার (২৬ নভেম্বর) রাতে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান হাসনাত কাইয়ুম এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাৎ টুটুল এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।
জোটের উদ্বোধন হবে বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে।
হাসনাত কাইয়ুম বলেন, চার দলের সমন্বয়ে গঠিত এই জোট নির্বাচনে যৌথভাবে অংশ নেবে। পরিস্থিতি বিবেচনায় জোটগত সিদ্ধান্তই সামনে এগোনোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে বলে তিনি জানান।