এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিন দিন পর গতকাল শনিবার (২৯ নভেম্বর) সকালে স্বল্পমাত্রায় কথা বলেছেন। তার চিকিৎসক ও পরিবার–ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসকদের মতে, গত তিন দিনের তুলনায় তার অবস্থায় সামান্য উন্নতি দেখা গেলেও সামগ্রিক সংকট কাটেনি। বিশেষ করে কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাকে টানা চার দিন ডায়ালাইসিসে রাখা হয়েছে। শরীরে অতিরিক্ত তরল জমে শ্বাসকষ্ট বাড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। সচেতন থাকলেও আগের দিনগুলোতে তিনি সাড়া দিচ্ছিলেন না বলেও জানান চিকিৎসকেরা।
খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড নীতিগতভাবে তাকে বিদেশে নেওয়ার সুপারিশ করেছে। তবে বিমান ভ্রমণ সহ্য করার মতো শারীরিক সক্ষমতা আছে কি না, সেই মূল্যায়নের ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে।
পরিবার–ঘনিষ্ঠ সূত্র জানায়, তার সামান্য কথাবার্তা চিকিৎসকদের কাছে ইতিবাচক তবে যেকোনো সময় অবস্থা পরিবর্তিত হতে পারে।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন। গেল ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
এদিকে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। ব্যানার নিয়ে দোয়া মাহফিল করায় সেখানে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ ওঠে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ জানিয়ে বলেন, এতে চিকিৎসায় ব্যাঘাত ঘটছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বিব্রত হচ্ছেন।
পরিবারের পক্ষ থেকে তারেক রহমান সবার দোয়া ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।
এমএ//