খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
হামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। নিহতরা হলেন—ফজলে রাব্বি (রাজন) ও হাসিব হাওলাদার।
পুলিশের তথ্য অনুযায়ী, রাজনের নামে ছয়টি এবং হাসিবের নামে একাধিক মামলা রয়েছে। দুজনই স্থানীয় শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামিনে থাকা এই দুই আসামি আদালতে হাজিরা দিয়ে বাইরে মোটরসাইকেল দাঁড় করিয়ে চা পান করছিলেন। এ সময় চার–পাঁচজন দুর্বৃত্ত হেঁটে এসে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তাঁরা মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
এরপর আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
গুলিবিদ্ধ হাসিবের ভাই শাকিল হাওলাদার জানান, সম্প্রতি তার ভাইয়ের নামে একটি অস্ত্র মামলা হয়। সে মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন হাসিব।
খুলনা মহানগর পুলিশের খুলনা জোনের সহকারী কমিশনার শিহাব করিম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তদন্ত শুরু হয়েছে। কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তথ্য যাচাই শেষে বিস্তারিত জানানো হবে।
এমএ//