খেলাধুলা

ম্যানসিটির কাছে রিয়ালের পরাজয়, ক্লাবে অনিশ্চিত আলোনসোর ভবিষ্যৎ

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে সান্তিয়াগো বার্নাব্যুতে ফের দুঃস্বপ্ন দেখল রিয়াল মাদ্রিদ। এক গোল পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২–১ ব্যবধানে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। আর এই হার রিয়াল কোচ জাবি আলোনসোর অবস্থানকে আরও নড়বড়ে করে তুলেছে।

এর আগে স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছিল, এই ম্যাচ হারলে চাকরি হারাতে পারেন আলোনসো। রাতের ফলাফল সেই আশঙ্কাকে আরও জোড়ালো করলো।

চোটের কারণে কিলিয়ান এমবাপ্পে মাঠে নামতে না পারায় শুরুতে রদ্রিগোকে সামনে রেখেছিলেন আলোনসো। সিদ্ধান্তটা শুরুতে ঠিকই মনে হচ্ছিল। ম্যাচের ২৮ মিনিটে জুড বেলিংহামের দুর্দান্ত বিল্ডআপ থেকে রদ্রিগোর নিচু শটে লিড নেয় রিয়াল। এই গোলটিই তার দীর্ঘ ৩৩ ম্যাচের গোল খরার অবসান ঘটায়। সেই সাথে এটি ছিল সিটির বিপক্ষে তার পঞ্চম গোল। 

কিন্তু লিড বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারেনি মাদ্রিদ। থিবো কোর্তোয়া গেভার্দিওলের হেড ঠিকমতো সামলাতে না পারলে সহজ ট্যাপ ইনে গোল করেন নিকো ও’রেইলি। খেলার গতি তখন পুরোপুরি সিটির দখলে চলে যায়। ম্যাচের ৪২ মিনিটে অ্যান্টোনিও রুডিগারের ফাউলে পেনাল্টি পায় ইংলিশ জায়ান্টরা, আর স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে নেন আর্লিং হালান্ড।

বিরতির আগে হালান্ড ও রায়ান চেরকির দুটি নিশ্চিত গোলর সুযোগ ঠেকিয়ে দলকে টিকিয়ে রাখেন কোর্তোয়া। তবে দ্বিতীয়ার্ধে রিয়ালের আক্রমণ ছিল এলোমেলো।  শেষ দিকে নামানো আরদা গুলের ও এন্ড্রিকও ম্যাচে কোনো পরিবর্তন আনতে পারেননি। অতিরিক্ত সময়ে এন্ড্রিকের হেড গোলবারে না লাগলে হয়তো বদলে যেত ম্যাচের ফলাফল। 

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #চ্যাম্পিয়নস লিগে #রিয়াল মাদ্রিদ #ম্যানচেস্টার সিটি