জাতীয়

শহিদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির কৃতী সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তারা পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনকালে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে, যা পুরো পরিবেশকে শোকাবহ করে তোলে।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা, আহত বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগী রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী পরিকল্পিতভাবে দেশের খ্যাতনামা শিক্ষক, লেখক, সাংবাদিক, চিকিৎসক, গবেষক ও সংস্কৃতিকর্মীদের হত্যা করে। উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে মেধাশূন্য ও নেতৃত্বহীন করে দেওয়া। এর মাত্র দুই দিন পর, ১৬ ডিসেম্বর, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #শহিদ বুদ্ধিজীবী দিবস #প্রধান উপদেষ্টা #রাষ্ট্রপতি