লা লিগায় আলাভেসের বিপক্ষে ম্যাচকে ঘিরে আগে থেকেই জোর গুঞ্জন ছিল—এই ম্যাচে হারলেই রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর চাকরি যেতে পারে। ইউরোপীয় একাধিক সংবাদমাধ্যম দাবি করছিল, বর্তমান পরিস্থিতিতে প্রতিটি ম্যাচই আলোনসোর জন্য ‘বাঁচা-মরার’ লড়াই। এমন চরম চাপের মধ্যেই গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) রাতে আলাভেসের মাঠে নামে রিয়াল।
এই ম্যাচে সব জল্পনা-কল্পনার মাঝেই ২–১ গোলের গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ। দলের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগো। এই জয়ে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন আলোনসো, অন্তত এখনই কোচের পদ হারানোর শঙ্কা কেটে গেল।
আলোনসোর অধীনে প্রথমবারের মতো শুরুর একাদশে একসঙ্গে খেলেন এমবাপ্পে, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহাম। ম্যাচের আগে চোটের কারণে এমবাপ্পের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত পুরো ম্যাচেই মাঠে ছিলেন ফরাসি তারকা।
চার তারকা একসঙ্গে খেললেও পুরো ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখাতে পারেনি রিয়াল। তবে গোল পেতে খুব বেশি সময় লাগেনি। ম্যাচের ২৪ মিনিটে এমবাপ্পে গোল করে দলকে এগিয়ে দেন। চলতি লা লিগায় এটি তার ১৭তম গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়াল ২৬, সঙ্গে রয়েছে ৪টি অ্যাসিস্ট। চলতি মৌসুমে রিয়ালের করা ৪৭ গোলের মধ্যে ৬৪ শতাংশ গোলেই সরাসরি অবদান রেখেছেন তিনি।
৬৮ মিনিটে কার্লোস ভিসেন্তের গোলে সমতা ফেরায় স্বাগতিক আলাভেস। তবে ৭৬ মিনিটে রদ্রিগো গোল করে রিয়ালকে আবার এগিয়ে দেন। টানা দ্বিতীয় ম্যাচে গোল করা এই ব্রাজিলিয়ান উইঙ্গার গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করে দীর্ঘ ৩২ ম্যাচের গোলখরা কাটিয়েছিলেন।
শেষ ৯ ম্যাচে এটি রিয়ালের তৃতীয় জয়। ১৭ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তারা। সমান ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪৩, রিয়াল পিছিয়ে আছে ৪ পয়েন্টে।
আগামী বুধবার কোপা দেল রের রাউন্ড অব থার্টি-টুতে রেইনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তিন দিন পর লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের প্রতিপক্ষ সেভিয়া।
এসএইচ//