খেলাধুলা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

ভারতকে লজ্জাজনক হার উপহার পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়নের মুকুট উঠেছে পাকিস্তানের মাথায়। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে একতরফা লড়াইয়ে ১৯১ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে তারা। দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত পাকিস্তানই ছিল নিয়ন্ত্রণে।

এর আগে টানা দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় নেয়। সেই ধারাবাহিকতায় ফাইনালেও দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপা নিজেদের করে নেয় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রানের বিশাল রান সংগ্রহ করে পাকিস্তান। ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন সামির মিনহাস। ওপেনিংয়ে নেমে ১১৩ বলে ১৭ চার ও ৯ ছক্কায় ১৭২ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি।

শুরুর দিকে এক উইকেট হারালেও উসমান খানের সঙ্গে ৯২ রানের জুটি গড়ে ইনিংস গুছিয়ে নেন মিনহাস। পরে আহমেদ হুসেইনের সঙ্গে ১৩৭ রানের বড় জুটি পাকিস্তানের স্কোরবোর্ডে গতি এনে দেয়। আহমেদ করেন ৫৬ রান। মিনহাস আউট হওয়ার পর দ্রুত কয়েকটি উইকেট হারালেও শেষদিকে নিকাব শফিক ও মোহাম্মদ সাইয়ামের ছোট জুটিতে ৩৪৭ রানে পৌঁছে যায় দলটি—যা এশিয়া কাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। আক্রমণাত্মক ওপেনার বৈভব সূর্যবংশী ১০ বলে ২৬ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। তার বিদায়ের পর দ্রুত ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। মাত্র ৪৯ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।

মাঝের সারিতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা হলেও কেউ ইনিংস দীর্ঘ করতে পারেননি। একশর আগেই সাত উইকেট হারায় ভারত। 

শেষদিকে খিলান প্যাটেল ও দীপেশ দেবেন্দ্র কিছুটা লড়াই করলেও তা ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারেনি। ২৬ ওভার ২ বলেই ১৫৬ রানে গুটিয়ে যায় ভারতীয় ইনিংস।

পাকিস্তানের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় ব্যাটাররা। বড় ব্যবধানে জয় নিশ্চিত করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতে নেয় পাকিস্তান।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #অনূর্ধ্ব-১৯ #এশিয়া কাপ #পাকিস্তান #ভারত #অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ