জাতীয়

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

ছবি: সংগৃহীত

আজ ১৯ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৯০তম জন্মবার্ষিকী। স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে পরিচিত এই রাষ্ট্রনায়কের জন্ম ১৯৩৬ সালের এই দিনে বগুড়া জেলার গাবতলীর বাগবাড়ীতে। বিশিষ্ট রসায়নবিদ মনসুর রহমান ও জাহানারা খাতুন দম্পতির পাঁচ সন্তানের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার ডাকনাম ছিল কমল।

শৈশব-কৈশোর বগুড়া ও কলকাতায় কাটানোর পর তিনি পিতার কর্মস্থল করাচিতে যান। শিক্ষাজীবন শেষে ১৯৫৩ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৫৫ সালে পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে অফিসার হিসেবে কমিশন লাভ করেন। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন তিনি। পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিয়াউর রহমান।

মুক্তিযুদ্ধের পর তিনি পেশাদার সৈনিক জীবন থেকে রাষ্ট্র পরিচালনায় যুক্ত হন। ১৯৭৮ সালে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি দেশের গণমানুষের কাছে স্বীকৃত। তার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি ও মর্যাদা লাভ করে।

জিয়াউর রহমানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় জীবনে সততা, নিষ্ঠা, সাহসিকতা ও দেশপ্রেম ছিল সুস্পষ্ট। তার প্রতিষ্ঠিত দল বিএনপি স্বাধীনতার পর একাধিকবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়। তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কর্মসূচি অনুযায়ী, আজ ১৯ জানুয়ারি বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হবে। এ সময় পুষ্পার্ঘ্য অর্পণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানান রিজভী। পাশাপাশি দিনব্যাপী দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সেবামূলক কর্মসূচি পালিত হবে।

আগামীকাল ২০ জানুয়ারি বেলা ১১টায় শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন ও রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। সংবাদ সম্মেলনে রিজভী দলের সর্বস্তরের নেতাকর্মীদের কর্মসূচি সফল করার আহ্বান জানান এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে নিজ নিজ উদ্যোগে কর্মসূচি পালনের নির্দেশনা দেন।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান #৯০তম জন্মবার্ষিকী #স্বাধীনতার ঘোষক #বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা #আধুনিক বাংলাদেশের রূপকার #বগুড়া জেলা