দেশজুড়ে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক কর্মীর বিএনপিতে যোগদান

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি ওমর কৃষ্ণ দাস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। নতুন যোগদানকারী ছাত্রনেতাকর্মীদের এই সিদ্ধান্ত আগামী দিনের আন্দোলন-সংগ্রামে বিএনপিকে আরও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নতুন যোগ দেওয়া নেতাকর্মীরা বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই রাজনৈতিক ধারায় যুক্ত হয়েছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ #বিএনপি #বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন