আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলবে না বাংলাদেশ। নিরাপত্তা ইস্যুতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে নিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়েছেন।
বৈঠক শেষে আসিফ নজরুল বলেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের সিদ্ধান্ত। সেখানে ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কা রয়েছে। যেটা ক্রিকেটারদের জানার কথা নয়। বৈঠকে ক্রিকেটারদের জানানো হয়েছে, ঠিক কী কী কারণে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না।
তিনি বলেন, নিরাপত্তা শঙ্কায় ভারতে টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই। আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি।
আইসিসি সুবিচার করবে এমন আশা ব্যক্ত করে ক্রীড়া উপদেষ্টা বলেন, বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার বিষয়টি আইসিসি বিবেচনা করে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার সুযোগ দেবে।
উল্লেখ্য, ভারতে উগ্রবাদীদের হুমকির কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার ঘটনার পরই সরকারের নির্দেশে বিসিবি ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে বিসিবি দুই দফা আইসিসির সঙ্গে বৈঠক করলেও শ্রীলঙ্কায় বিশ্বকাপ আয়োজনের দাবিতে তারা অনড় থাকে।
অন্যদিকে আইসিসি বোর্ডসভা শেষে জানায়, বাংলাদেশের ক্রিকেটার, সমর্থক কিংবা সংশ্লিষ্ট কারও জন্য ভারতে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে তারা মনে করে। একই সঙ্গে মুস্তাফিজুর রহমানের ঘটনাকে তারা ‘বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক’ বলেও উল্লেখ করেছে।
এমএ//