সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে তাকে এই নোটিশ প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. শানু আকন্দ।
নোটিশে বলা হয়েছে, আগামী ২৭ জানুয়ারি দুপুরে উল্লাপাড়া উপজেলা পরিষদের ডাকবাংলোয় অবস্থিত কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা দিতে হবে এম আকবর আলীকে।
নোটিশের বিবরণ অনুযায়ী, গেল ২০ জানুয়ারি বিকেল ৩টা থেকে মাগরিব পর্যন্ত উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এম আকবর আলীর সমর্থনে একটি বিশাল প্যান্ডেলে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে তার সহধর্মিণীর উপস্থিতিতে মাইক ব্যবহার করে উচ্চ শব্দে স্লোগান দিয়ে নির্বাচনি প্রচারণা চালানো হয়, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।
নোটিশে আরও বলা হয়েছে, কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং কেন অনুসন্ধান শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে সুপারিশ পাঠানো হবে না— তা আগামী ২৭ জানুয়ারি দুপুরের মধ্যে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে স্ব-শরীরে কিংবা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে প্রার্থীকে।
এমএ//