খেলাধুলা

পাকিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়নের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

গতকাল পুরুষ সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের কাছে ৫-১ গোলে হারের হতাশা কাটতে না কাটতেই দারুণ জয়ে জবাব দিলো বাংলাদেশের মেয়েরা। শুক্রবার (২৩ জানুয়ারি) নারী সাফ ফুটসালে পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে শুধু প্রতিশোধই নয়, নিজেদের শ্রেষ্ঠত্বও প্রমাণ করেছে সাবিনা খাতুনের দল।

এবারের নারী সাফ ফুটসালে সাতটি দেশ অংশ নিচ্ছে। ছয়টি ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশ এখন পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। আজকে দিনের শেষ ম্যাচে ভারত-ভুটান ম্যাচ ড্র হলে, এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হবে বাংলাদেশের

ম্যাচের শুরু থেকেই পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধেই ছয় গোল করে তারা। অধিনায়ক সাবিনা খাতুন ও নুসরাত জোড়া গোল করেন, নীলা ও কৃষ্ণা করেন একটি করে গোল

দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে বাংলাদেশ। পাকিস্তান একটি গোল শোধ দিলেও আরও তিনবার বল নিজেদের জালে তুলতে বাধ্য হয়। এই অর্ধেও জোড়া গোল করেন সাবিনা খাতুন, আর কৃষ্ণা যোগ করেন নিজের দ্বিতীয় গোল।

অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে বাংলার মেয়েদের এই দাপুটে জয়ে শিরোপা এখন কেবল সময়ের অপেক্ষা

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নারী সাফ ফুটসাল #বাংলাদেশ #পাকিস্তান #চ্যাম্পিয়ন