জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ থেকে চুরি করে বিদেশে পাচার হওয়া টাকা উদ্ধার করা হবে। ভবিষ্যতে এদেশে কাউকে আর লুটপাট করতে দেওয়া হবে না। বিএনপিও একটি চাঁদাবাজ, লুটপাটকারী ও দুর্নীতিবাজ দল হিসেবে এইদেশে চিহ্নিত।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, বিএনপিও এর আগে ক্ষমতায় ছিলো, তারা কি কি অপকর্ম করেছে সকলে তা জানে। বিএনপির মতো আমাদের অনিয়ম দুর্নীতি আর অপকর্মের নজির নেই। আর অনেকে মনে করছেন ক্ষমতায় গিয়ে আবার লুটপাট করবেন৷ সেটা আপনাদের দিবা স্বপ্ন। বিএনপির সেই স্বপ্ন পূরণ হবে নাহ ইনশাআল্লাহ।
তিনি বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয়, বরং ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে। এ অঞ্চলকে পরিকল্পিত ভাবে গরিব ও মিসকিন এবং মঙ্গা এলাকার মানুষ বানানো হয়েছে। অথচ উত্তরাঞ্চলের মানুষের উৎপাদিত ফসল ধান ও সবজি সারাদেশের মানুষ খাচ্ছে।
জামায়াত আমির আরো বলেন, সৎমায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সঙ্গে আচরণ করা হয়েছে। অথচ এই উত্তরবঙ্গই বাংলাদেশকে খাদ্য ও পুষ্টি সরবরাহ করে। যেই গরু আজীবন দুধ দিয়েছে, তাকে আমরা মূল্যায়ন করতে পারিনি। তবে এবার জামায়াতে ইসলামী বাংলাদেশ ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কাজে লাগিয়ে এখানে কৃষি ভিত্তিক শিল্প, শিল্পায়ন গড়ে তুলে উত্তরাঞ্চলকে কৃষির রাজধানী হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।
ডা: শফিকুর রহমান বলেন, ‘উত্তরবঙ্গ থেকে আগামী দিনে আর কোনো বেকারের মুখ দেখতে চাই না আমরা। প্রত্যেক যুবক-যুবতী ও নাগরিককে মর্যাদার কাজের মাধ্যমে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে বন্ধ থাকা চিনিকলগুলো চালু করে শ্রমিকদের কর্মক্ষেত্রে ফিরিয়ে আনা হবে।’
নির্বাচনী জনসভায় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীন প্রধানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মো: আলমগীর ইসলাম, সহ: সেক্রেটারি জেনারেল কফিল উদ্দিন আহমেদ, জেলা প্রেস সেক্রেটারি ও জেলা কর্ম পরিষদ সদস্য শাহজালাল জুয়েল, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, রাকসুর মোস্তাকুর রহমান জাহিদ প্রমুখ।
আই/এ