ভারতের সঙ্গে বিএনপির কোনো গোপন চুক্তি হয়েছে— এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন।
শনিবার (২৪ জানুয়ারি) গুলশানের ৯০ নম্বর রোডে বিএনপির নির্বাচনি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহদী আমীন বলেন, একটি রাজনৈতিক দলের প্রভাবশালী এক নেতা বিএনপির বিরুদ্ধে ভারতের সঙ্গে চুক্তির অভিযোগ তুলেছেন, যা মূলত একটি গণমাধ্যমে প্রকাশিত কথার ওপর ভিত্তি করে। কিন্তু সেই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই এবং থাকবেও না, কারণ এর বাস্তব ভিত্তি নেই। তিনি বলেন, এটি হয় ভুল তথ্যের ফল, না হয় রাজনৈতিক উদ্দেশ্যে ছড়ানো অপপ্রচার।
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে ইতিবাচক ধারাই প্রত্যাশিত। অপপ্রচার ও বিভ্রান্তিমূলক রাজনীতি থেকে সরে আসা উচিত। বিএনপির রাজনীতি সবসময় বাংলাদেশকেন্দ্রিক। এখানে দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের ক্ষমতাই মূল বিষয়। তারেক রহমানের রাজনীতির কেন্দ্রবিন্দুতেও বাংলাদেশই রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে মাহদী আমীন বলেন, এসব কার্ড দেওয়ার নামে কোথাও যদি কেউ টাকা দাবি করে, তা সম্পূর্ণ প্রতারণা। একটি চক্র ইচ্ছাকৃতভাবে বিএনপির বিরুদ্ধে বিতর্ক তৈরির চেষ্টা করছে। তিনি স্পষ্ট করেন, বিএনপি ক্ষমতায় গেলে এসব কার্ড রাষ্ট্রীয় উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে যথাযথ ব্যক্তিদের হাতে পৌঁছে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে মাহদী আমীন আরও জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন। আগামীকাল তিনি চট্টগ্রামে একাধিক নির্বাচনি কর্মসূচিতে অংশ নেবেন। সকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীকে নিয়ে ‘ইউথ পলিসি টক’-এ অংশগ্রহণ করবেন এবং পরে পোলগ্রাউন্ড মাঠসহ চট্টগ্রাম ও আশপাশের কয়েকটি এলাকায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন। এ সফরে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও তার সঙ্গে থাকবেন।
এমএ//