খেলাধুলা

বাংলাদেশের প্রতি অবিচার করেছে আইসিসি: পিসিবি

স্পোর্টস ডেস্ক

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ আনুষ্ঠিকভাবে বাতিল করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে জায়গা দেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। আইসিসির এই সিদ্ধান্তকে ‘অবিচার’ ও ‘দ্বিমুখী নীতি’ আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

শনিবার (২৪ জানুয়ারি) ক্রিকবাজ ও ক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের বাদ পড়ার খবর নিশ্চিত হওয়ার পরপরই গণমাধ্যমের মুখোমুখি হয়ে আইসিসির সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন পিসিবি প্রধান।

নাকভি বলেন, “বাংলাদেশের সঙ্গে অন্যায্য আচরণ করা হয়েছে। আমি আইসিসির বোর্ড সভাতেও স্পষ্টভাবে এই কথা বলেছি। এখানে দ্বৈত নীতি চলতে পারে না। এক দেশের জন্য এক নিয়ম, আর অন্য দেশের জন্য আরেক নিয়ম হতে পারে না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ অংশীজন। যেকোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত ছিল। তাদের প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এদিকে, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে পারে—এমন গুঞ্জন আগেই শোনা যাচ্ছিল। পিসিবি চেয়ারম্যানের বক্তব্য সেই জল্পনাকে আরও জোরালো করেছে।

এ বিষয়ে তিনি বলেন, “একটি দেশ আরেকটি দেশকে নির্দেশ দিতে পারে না। যদি এমন চেষ্টা করা হয়, তবে পাকিস্তানের নিজস্ব অবস্থান রয়েছে।”

পাকিস্তান বিশ্বকাপে অংশ না নিলে বিকল্প পরিকল্পনা কী—এমন প্রশ্নে নাকভি জানান, “আমরা সরকারের প্রতি দায়বদ্ধ। সরকার যদি নির্দেশ দেয়, তাহলে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে না। প্রধানমন্ত্রীর দেশে ফেরার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #টি-টুয়েন্টি বিশ্বকাপ #বিসিবি #পিসিবি #আইসিসি